আপনি যেভাবে ফেসবুকে ‘লাইভে’ যাবেন
সাধারণত নামিদামি তারকারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হন ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘গো লাইভ’ -এ। কিন্তু আপনি যদি মহাতারকা নাও হন তবুও আপনার বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিওতে যোগাযোগ করতে পারেন। কিন্তু কীভাবে? যেভাবে আপনি ফেসবুকে গো লাইভ করবেন : ফেসবুকে আপনি যেভাবে একটি স্ট্যাটাস আপডেট করেন তেমনিভাবেই ‘পোস্ট’ অপশনটিতে যান। দেখবেন ক্যামেরা, চেক ইন, ফিলিং/ অ্যাক্টিভিটি, ট্যাগ, লোকেশন বাটনগুলোর পাশে আরেকটি বাটন আছে। এটাই ‘লাইভ’ বাটন। এই বাটনে ক্লিক করুন। এখন নতুন একটি ইন্টারফেস আসবে। ক্যামেরা অন হয়ে যাবে। কানেকশন সম্পন্ন হলে আপনার লাইভ ভিডিওর জন্য কোন ক্যপশন দিন। প্রয়োজন মনে করলে প্রাইভেসি ট্যাবে ক্লিক করে ভিউয়ার্স ঠিক করুন। এরপর ‘গো লাইভ’ বাটনে ক্লিক করে লাইভ হয়ে যান। আশা করি বুঝতে পারছেন। সমস্যা হলে কমেন্ট করবেন।