বাংলালিংক এনেছে ইন্টারনেট মুভি লাইব্রেরি ‘বাংলাফ্লিক্স’
অপারেটরটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক্সক্লুসিভ ইন্টারনেট ডাটা বান্ডেলের সঙ্গে বাংলাফ্লিক্স গ্রাহকদের দেবে উচ্চমানসম্পন্ন ভিডিও স্ট্রিমিং সেবা।
আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আনলিমিটেড ভিডিও স্ট্রিমিং-এ ফ্রি ট্রায়ালের সুবিধা পাওয়া যাবে।
ট্রায়াল সময় শেষে গ্রাহকরা তাদের চাহিদা মতো বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিতে পারবেন। আনলিমিটেড ফ্রি সাবস্ক্রিপশন পেতে গ্রাহকরা ২ গিগাবাইট/৪ গিগাবাইট ইন্টারনেট ডাটা প্যাক কেনার অপশন পাবেন।
এর মাধ্যমে গ্রাহকরা পাবেন উচ্চমানসম্পন্ন ভিডিও স্ট্রিমিং, বিভিন্ন ধরনের ভিডিও, অ্যাড টু মাই লিস্ট অপশন, মাল্টিপল প্ল্যাটফর্ম (অ্যাপ, ডব্লিউএপি এবং ওয়েব), ডিভাইস কমপ্যাটিবিলিটি, সহজ ইন্টারফেস, বিরতিহীন দেখার সুবিধা ইত্যাদি।
এই অ্যাপটি ডাউনলোড করতে গ্রাহকদের ভিজিট করতে হবে http://banglaflix.com.bd অথবা গুগল প্লে অ্যাপ স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর।
বাংলালিংক- এর হেড অব কন্টেন্ট জিয়াউল হক শিকদার বলেন, “আমাদের ব্যস্ত জীবনের কারণে থিয়েটার কিংবা সিনেমা হলে গিয়ে নাটক বা মুভি দেখার সময় হয়ে ওঠে না। গ্রাহকদের ব্যক্তিগত মোবাইল ডিভাইসে সেই বিনোদনের সুযোগ করে দিতেই বাংলাফ্লিক্স অ্যাপটি নিয়ে আসা হয়েছে।”
বাংলালিংক বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান, যার রয়েছে ৩ কোটি ১৭ লাখের বেশি গ্রাহক। এটি নেদারল্যান্ড ভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান।
Comments
Post a Comment