গ্রামীণফোনের নতুন কোড নম্বর ০১৩


গ্রামীণফোনের নতুন কোড নম্বর ০১৩

০১৭ এর পাশাপাশি গ্রামীণফোন নতুন কোড নম্বর (নম্বর স্কিম) ০১৩ বরাদ্দ পেয়েছে।

অপারেটরটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এই নম্বর স্কিম বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল।

তিনি বলেন, ‘গ্রামীণফোনের জন্য ০১৭ নম্বর স্কিমে বরাদ্দ ছিল ১০ কোটি নম্বর। নম্বরগুলোর বিক্রি প্রায় শেষের দিকে। তাই আমরা ০১৩ নম্বর স্কিমের জন্য আবেদন করেছিলাম। যার প্রেক্ষিতে বিটিআরসি সেটি অনুমোদন করেছে। আমরা ০১৩ নম্বর স্কিমের অনুমোদনপত্র পেয়েছি। আমাদের নেটওয়ার্কের উন্নয়নসহ কিছু কাজ রয়েছে। কাজ শেষ হলেই আমরা ০১৩ চালু করব।’

জানা গেছে, আসছে নভেম্বরের মধ্যে গ্রামীণফোনের জন্য বরাদ্দকৃত ১০ কোটি নম্বরের কোটা শেষ হয়ে যাবে। এর আগে বা পরে চালু হতে পারে ০১৩। সে সময় গ্রামীণফোনের নতুন ব্যবহারকারীদের ডায়ালিং কোড নম্বর হবে ০১৩।


Comments

Popular posts from this blog

William Shakespeare short biography

বীর্য ঘন করার সবগুলি উপায় জানুন । কাজে লাগবে

how to delete google gmail account permanently