জেনে নিন আসল স্মার্ট ফোন চেনার উপায়
আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো ।
ভালো থাকাটাই সবসময়ের জন্য প্রত্যাশা ।
এ পর্যায়ে আমি স্মার্টফোন চেনায় কয়েকটি উপায় সম্পর্কে বলবো । এটি জানা থাকলে আপনি বুঝতে পারবেন কোনটি মাস্টার কপি আর কোনটি ক্লোন কপি ।
চলুন শুরু করা যাক ।
১. আপনার মোবাইলের স্ক্রীনে ডায়াল করুন *#0*# আপনি এলসিডি টেস্ট দেখতে পাবেন ।
২. আপনার মোবাইলের স্ক্রীনে ডায়াল করুন *#0228# আপনি ব্যাটারী স্ট্যাটাস দেখতে পাবেন ।
৩. আপনার মোবাইলের স্ক্রীনে ডায়াল করুন *#1234# আপনি বর্তমান সফটওয়ার ভার্সন, সিপি এবং সিএসসি সিরিয়াল নাম্বার দেখতে পাবেন ।
৪. আপনার মোবাইলের হোম বাটন, ভলিউম আপ কী এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করুন মোবাইল বন্ধ অবস্থায় । আপনি মোবাইল এর বায়োস প্রোগ্রাম দেখতে পাবেন, যেখান থেকে আপনি হার্ড রিসেট দিতে পারবেন । সেটিং পরিবর্তন করতে পারবেন মোবাইল চালু করা ছাড়াই ।
৫. মোবাইল এর ফার্মওয়্যার মুডে আপনি প্রয়োজনীয় অনেক কাজ সারাতে পারবেন এবং মোবাইল হ্যাং হয়ে গেলেও এ পজিশনে এসে সমাধান করতে পারবেন । আর এ অবস্থা থেকে ফিরে আসতে আপনাকে ব্যাটারী খুলতে হবে ।
আপনার মোবাইল যদি ক্লোন কপি হয় তবে এসব কোন প্রোগ্রাম কাজ করবেনা ।
আর যদি উপরোক্ত এসব প্রোগ্রাম বা সর্টকাট কাজ করে তবে আপনি নিশ্চিন্তে মোবাইলটি কিনতে পারেন । কেননা, এটি যে আসল স্মার্টফোন তাতে কোন সন্দেহ নেই । স্যামসাং ছাড়া অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে কিছু কিছু কোড ভিন্ন হতে পারে ।
Comments
Post a Comment