বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি বার বিসিএস এ আসা প্রশ্নগুলো
♦বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি বার বিসিএস এ আসা প্রশ্নগুলোঃ
২৮ তম বিসিএস]
উত্তরঃ ৬টি।
-
২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস
নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস]
উত্তরঃ শুশুক।
-
৩। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি
সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস]
উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ
রোগ হয়।
-
৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ?
[৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস]
উত্তরঃ তামা ও দস্তা।
-
৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে
নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয়
তাতে কী বায়ু বলে ?
[৩২, ১২, ১০তম বিসিএস]
উত্তরঃ নিয়ত বায়ু।
-
৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২
তম
বিসিএস]
উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/
বরফকাণার মধ্যে
চার্জ সঞ্চিত হলে।
-
৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য
আদান-প্রদান
পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০
২৪ তম বিসিএস]
উত্তরঃ ইন্টারনেট।
-
৮। মানবদেহে সাধারণভাবে কত জোড়া
ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম
বিসিএস]
উত্তরঃ ২৩ জোড়া।
-
৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪
২২ তম বিসিএস]
উত্তরঃ এডিস মশা।
-
১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন
ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম
বিসিএস]
উত্তরঃ গামা রশ্মি
( রঙ্গিন টেলিভিশন থেকে মৃদু রঞ্জন রশ্মি
বের
হয়। অপশনে রঞ্জন রশ্মি না থাকলে দেন
গামা রশ্মি
দেয়া যেতে পারে।।
-
-
১১।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে
বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী
হবে ?
[৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস]
উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।
-
১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে
খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস]
উত্তরঃ একই খরচ হবে।
-
১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ?
[৩৪, ২৩
তম বিসিএস]
উত্তরঃ নিউট্রন ও প্রোটন।
-
১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ
সম্বন্ধীয়
বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস]
উত্তরঃ ইভোলিউশন।
-
১৫। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর
রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস]
উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।
Comments
Post a Comment