এবার আপনার বন্ধুর Wifi নেটওয়ার্ক আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকম রুট ছারা
এবার আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি সফটওয়্যার যা দিয়ে আপনি কোনো রকম রুট ছারাই আপনার এন্ড্রয়েডে আপনার বন্ধুর ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, পাসওয়ার্ড দেয়া থাকলেও।
তাহলে শুরু করা যাক!
1. প্রথমে গুগল প্লে স্টোর থেকে “Wi-Fi WPS WPA TESTER” নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ওপেন করুন
2. Refresh button এ ক্লিক করুন। এখানে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক গুলো দেখাবে
*এখানে সবুজ আইকন দেওয়া নেটওয়ার্ক গুলো হ্যাক করতে পারবেন শুধুমাত্র, লাল গুলো নয়।
3. একটি সবুজ আইকনের নেটওয়ার্কে ক্লিক করুন
4. এবার Connect এ ক্লিক করুন
-এখন এক মিনিটের মধ্যেই আপনার সিলেক্ট করা নেটওয়ার্কটি কানেক্ট হয়ে যাবে।
এবার আপনার বন্ধুর অজান্তেই আপনি ব্যবহার করতে পারবেন তার WiFi। আজ এই পর্যন্ত-ই
Comments
Post a Comment