মোবাইলের স্কিন/, ডিসপ্লে (rotate) উল্টিয়ে কিংবা ঘুরিয়ে দিতে পারবেন।।দেখে নিন কিভাবে।
##ট্রিকটি হলো মোবাইলের ডিসপ্লে কিভাবে উল্টিয়ে দিবেন।।।।
………….(নোকিয়া মোবাইলে)………….
##আজকে আপনাদের
সামনে নিয়ে আসলাম মজার
কিছু মোবাইল ম্যাজিক কোড,,,,,,,,,,,,
##যেগুলো প্রযোজ্য,,,,,
হবে।
নিচের মোবাইল ফোন
গুলোর জন্য——–
##নোকিয়া ১৬০০ (Nokia1600)…..
##নোকিয়া ২৬০০ (Nokia
2600)………….
##নোকিয়া ২৩১০ (Nokia
2310)…
##আর ও অন্যান্য Nokia সেটে ব্যবহার করতে পারবেন ।
##তবে হ্যাঁ,,,,,,,,,,, আপনি যেকোনো এই রকম মোবাইলে………
##Nokia 1600,
##Nokia
2600,
##এবং Nokia 2310
মোবাইলের স্কিন/
ডিসপ্লে (rotate)
উল্টিয়ে দিনকিংবা ঘুরিয়ে দিতে পারবেন,
আর
চমকিয়ে দিন
সবাইকে।।।।
##তাহলে যাদের হাতের কাছে ফোনগুলো আছে তারা চেষ্টা করে দেখুন নিচের কোডগুলো দিয়ে।।
##এই থেকে চার রকম ডিসপ্লে উলটাতে পারবেন।
বামে ডানে উপরে এবং নিচে।
*#5512#
*#5513#
*#5514#
##NORMAL MODE: মানে আবার পূর্বের অবস্হায় আনার জন্য এটা,,,,,,,,,
*#5511#
##আশা করি এগুলা ব্যবহার
করে সবাইকে দারুনভাবে চমকায়ি
দিতে পাররবেন,,,,,,,
##তবে ১টা অনুরোধ
থাকবে,,,, দয়া করে কেউ এই কোড
গুলোর অপব্যাবহার করবেন না,,,,,,
মানে অন্য কারো
কারো মোবাইলে গোপনে এসব
কোড ব্যবহার
করে কারো ক্ষতি করবেন
না।।।।।
## আমি আবারও বলছি এটা সকল মোবাইলের জন্য প্রযোজ্য নয়।
##আজ এ পর্যন্তই………
Comments
Post a Comment