ইতিহাসের পাতায় লিখে রাখার মতো ‘উদারতা’ দেখালেন মেসি



স্পোর্টস ডেস্ক: বেশ কয়েক মাস ধরে অর্থনৈতিক মন্দা লেগে আছে আর্জেন্টাইন ফুটবল টিমে। যার কারণে নিরাপত্তা কর্মীদের বেতনও আটকা পড়ে আছে বেশ কয়েকমাস ধরে।

নিজেদের আটকে থাকা বেতন আদায়ের লক্ষ্যে দলটির অধিনায়ক লিওনেল মেসির স্মরনাপন্ন হয় নিরাপত্তা কর্মীরা। ব্রাজিলের বিপক্ষে


ম্যাচের আগে ড্রেসিংরুমে মেসিকে একা পেয়ে নিজেদের দুরাবস্থার কথা জানান ২-৩ জন নিরাপত্তা কর্মী।

আর্জেন্টিনার বর্তমান কোচ টাটা মার্টিনোসহ আরো অনেক অফিসিয়ালরাও ঠিকমতো বেতন পাচ্ছেন না। তবে সবচেয়ে বেশি সমস্যা নিরাপত্তা কর্মীদের। গত ছয় মাস বেতন ছাড়াই কাজ করেছেন তারা। নিরাপত্তাকর্মীদের এমন আবেদন শুনে তাদের বেতন নিজ থেকে দিয়ে দেন মেসি।

রেডিও মেট্রো জানিয়েছে, এমন আবেদনের পর মেসি তাঁর বাবা জর্জকে ফোন করে তাঁদের জন্য যত দ্রুত সম্ভব টাকা পাঠাতে বলেন। পরে সেখান থেকে নিরাপত্তা কর্মীদের বেতন পরিশোধ করা হয়।
১৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর


Comments

Popular posts from this blog

বীর্য ঘন করার সবগুলি উপায় জানুন । কাজে লাগবে

স্বপ্নদোষ হলে ও হস্তমৈথুন করলে কি বিবাহিত জীবনে সমস্যা হয়?

যৌন মিলন কিভাবে করতে হয় বিস্তারিত