ভুয়া খবরের বিরুদ্ধে নামছে ফেসবুক



সব জল্পনা-কল্পনা ও জনমত জরিপকে পেছনে ফেলে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফেসুবকের বিরুদ্ধে অভিযোগ, ভুয়া খবর বেশি করে প্রচার পাওয়ায় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সুবিধা পেয়েছেন। যদিও অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়াটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে তিনি আসল খবরের ছদ্মবেশে প্রচুর ভুয়া খবর আসার বিষয়টি স্বীকার করেছেন। এরপরই গত ১০ নভেম্বর আসল তথ্যের আড়ালে ভুয়া খবরগুলোকে আরও বেশি নিয়ন্ত্রণ করার ঘোষণা দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মোসেরি স্বীকার করেছেন, ফেসবুকে ভুয়া খবরটিই এখন আসল সমস্যা। তিনি বলেন, আমরা ফেসবুকের তথ্যকে খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করি। আমরা প্রকৃত যোগাযোগকে অধিক গুরুত্ব দিই এবং নিয়মিত ফেসবুক ব্যবহারকারীদের কথা শুনি। ফেসবুকের বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছে, এ বিষয়টিকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। নিউজফিডের মধ্যে এ ধরনের ভুয়া খবরের প্রবাহ ঠেকাতে অনেক পদক্ষেপ নিয়েছি।

বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/মাহবুব

Comments

Popular posts from this blog

William Shakespeare short biography

বীর্য ঘন করার সবগুলি উপায় জানুন । কাজে লাগবে

how to delete google gmail account permanently