১০ টি কীবোর্ড কমান্ড না জানলেই নয়
আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা গুরুতবপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। এটা নিশ্চিত যে কীবোর্ড এর শর্টকার্ট কমান্ড আমাদের হাতকে টাইপিং এ পাকা করে তুলতে যথেষ্ট সাহায্য করে। তাছাড়া কীবোর্ড এর শর্টকার্ট কমান্ড জানা থাকলে যে কোন কাজই তাড়াতাড়ি করা সম্ভব। তাই নিচে ১০ টি কীবোর্ড শর্টকার্ট কমান্ড দেওয়া হল যা যে কোন কম্পিউটার ব্যবহারকারীর জানা প্রয়োজন Ctrl + C এটা দিয়ে হাইলাইট করা যে কোন কিছুই সহজে কপি করা যায়। Ctrl + V আমরা যদি কোন টেক্সট বা অন্য কোন ফাইল কথাও কপি করে নিতে চাই তাহলে আমাদেরকে তা কপি করে আবার পেস্ট করতে হয়। আর এই পেস্ট করতেই সাহায্য করে। Ctrl + Z কোন একটা কাজ করলেন, এখন আবার পেছনে যেতে হবে, তাহলে এই শর্টকার্ট কী ব্যবহার করেন, কাজ হয়ে যাবে। Ctrl + F আপনি কোন প্রোগ্রাম এ কোন কিছু খুজতে চাচ্ছেন। তাহলে এই শর্টকার্ট টি আপনার জন্যই। যেমনঃ আপনি যদি ওয়ার্ড এ কিছু খুঁজে বের করতে চান তাহলে এই শর্টকার্ট ব্যবহার করে দেখতে পারেন। Alt + Tab এই শর্টকার্ট কী ব্যবহার করা হয...