ফায়ারফক্স ব্রাউজারের মাধ্যমে সকল হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুব সহজেই উদ্ধার করুন!!


##আসসালামু আলাইকুম।।
##সকলে আশা করি ভালোই আছেন।।

##তো আজকে আমি একটি নতুন ট্রিক নিয়ে আসলাম 
##ট্রিকটি হলো হারিয়ে যাওয়া পাসওয়াড কি ভাবে উদ্ধার করবেন।।
##তো শুরু করা যাক

##বিভিন্ন প্রয়োজনে নানা ধরনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়।
##একজন মানুষ অনেক সাইটেই রেজিস্ট্রেশন করে থাকে। কিন্তু যদি ঐ সময় আইডি এবং পাসওয়ার্ড কোথাও সংরক্ষন করে না রাখা হয়, পরবর্তীতে তা ভুলে যাওয়ার সম্ভবনা অনেক বেশি থকে।। এর ফলে লগইন করা সম্ভব হয় না। আর এতে পড়তে হয় আমাদের অসুবিধায়।……
## তবে এবার এর এক আছে সুবিধা আছে ফায়ারফক্স এ।
##ফায়ারফক্স এর মাধ্যমে হারানো পাসওয়ার্ড খুজে পাওয়া সম্ভব। ফায়ারফক্স ব্যবহারকারীরা অতি সহজেই ফিরে পাবেন আইডি ও পাসওয়ার্ড।।।।
## কিভাবে পাসওয়ার্ড ফিরে পাওয়া যায় সেটি নিচে কয়েকটি ধাপে দেখানো হল।——————
———–_——————————————————
##প্রথমে মজিলা ফায়ারফক্সের Tools এ ক্লিক করুন
এরপর option এ ক্লিক করুন
##তারপর বেশকিছু ট্যাব ওপেন হবে। এখান থেকে Security Tab এ ক্লিক করুন,,,,,,,,,,
##তারপর নিচের দিকে থাকা Saved Password এ ক্লিক করুন,,,,,,,,,,,,,
##পাসওয়ার্ড দেখতে Show Password এ ক্লিক করুন।..
##এবার ‍Are you sure you wish to show your password? এই লেখাটি আসবে।। আপনারা Yes এ ক্লিক করুন।
##তারপর ফায়ারফক্স আপনাদের বিভিন্ন সাইটের সকল সেভ করা পাসওয়ার্ড প্রদর্শন করবে বা দেখাবে।….
,,,,,,,,তো আশা করি অনেকের উপকার হবে।।
##আজ এ পর্যন্তই………
##ভালো থাকুন, সুস্থ থাকুন এবং bangla tips blog এর সাথেই থাকুন।

Comments

Popular posts from this blog

চিরতরে মুখের ব্রণের সমস্যা সমাধানের উপায়

William Shakespeare short biography

যৌন মিলন কিভাবে করতে হয় বিস্তারিত