আজকে আমরা কম্পিউটারের কিছু সাধারন সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি, যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় দেখি কিন্তু আমরা তাদের আসল কারন এবং সাময়িক সমাধান জানি না। আশা করি আপনারা এই পোস্ট টি পছন্দ করবেন এবং এই লেখা সম্পর্কে পজিটিভ ধারনা পোষন করবেন। চলুন আমরা শুরু করিঃ কম্পিউটার এর কিছু সাধারন সমস্যা এবং তাদের সমাধান কম্পিউটার সমস্যা এবং তাদের সমাধান ১. মনিটর এর আলো যাওয়া আসা করা মনিটর ক্যাবল, ডাটা ক্যাবল, RAM, ডিসপ্লে কার্ড, সি পি উ সংযোগ সহ সকল সংযোগ পরীক্ষা করুন। অনেক সময় হাল্কা সংযোগ এর কারনে এই সমস্যা হয়। ২. চলমান ৩ টা বিপ শব্দ সমস্যা RAM সংযোগ এ। বিপ শব্দগুলো সাধারণত RAM এ তৈরি হয়। 3. তিনটা বিপ শব্দ (১ টা বড়, ২ টা ছোটো) ডিসপ্লে কার্ড এর সংযোগ এ সমস্যা। এটা পরিষ্কার করুন। ৪. কিছু সময় পর পর তিনটা বিপ শব্দ সমস্যা BIOS অথবা RAM এ। (Basic Input Output System)(Random Access Memory) ৫. চলমান ননস্টপ বিপ এর শব্দ কীবোর্ড এর সমস্যা। কোন একটা কী অনেক সময় যাবত প্রেস করা আছে। ৬. ...
Comments
Post a Comment