Autorun এর কারণে ড্রাইভ খুলতে সমস্যা হলে করণীয়



উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন ভাইরাস তাদের নিত্যদিনের সঙ্গী। এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। তবুও এটি আমাদের পিছু ছাড়ে না। এখন আসি মূল কথায়। অটোরান ভাইরাস একটি বিরক্তিকর ভাইরাস। কারণ এটির কারণে ড্রাইভে দু’বার ক্লিক করলে খোলে না। উল্টো অটোরান মেনু আসে। যা আসলেই বিরক্তিকর। এখন আপনার সিস্টেম যদি অটোরান ভাইরাসের হাতে পড়ে তখন কি করবেন? আপনি কি করেন? আপনি এরকম করেন যেমন- ড্রাইভকে এন্টিভাইরাস দ্বারা স্ক্যান দেন, তাই না। মজার বিষয় হল এটি এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করলেও কাজ হবে না। কারণ এন্টিভাইরাস এটিকে ধনতে পারেন। এখন উপায়? উপায় তো আছে, সমস্যা যখন আছে, উপায়ও আছে। এবার কাজে আসি। এর থেকে মুক্তি পেতে চান তাহলে এই ফাইলটি মুছে ফেলুন। কীভাবে সম্ভব?

তাহলে নিচের কাজটুকু করুন, তাহলেই হয়ে যাবে।

echo off
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q
del“F:\autorun.inf”/F/Q
del“G:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
pause

উপরের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন এবং delete.bat লিখে সংরক্ষণ করুন।

ব্যস কাজ শেষ। এবার ফাইলটি চালু করুন ও সিস্টেম রিস্টার্ট দিন। তাহলে আর ড্রাইভে অটোরান ভাইরাস সমস্যা করবে না।

ভাল থাকবেন। যাক পড়ে চলে যাবেন না। দয়া করে মন্তব্য ছুঁড়ে যাবেন.......


Comments

Popular posts from this blog

চিরতরে মুখের ব্রণের সমস্যা সমাধানের উপায়

William Shakespeare short biography

যৌন মিলন কিভাবে করতে হয় বিস্তারিত