হুয়েই জি৯ প্লাস মোবাইল রিভিউ

হুয়েই সম্প্রতি হুয়েই জি৯ প্লাস নামে একটি নতুন ফোন অবমুক্ত করেছে। ৫.৫ ইঞ্চি আকারের ফুল এইচডি ডিসপ্লে সম্বলিত এই ডিভাইসটিতে শক্তি সঞ্চার করছে স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এ ফোনসেটে আছে ৩জিবি র‌্যাম ও ৩২ জিবি সংরক্ষণ ক্ষমতা অথবা ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি সংরক্ষণ ক্ষমতা এবং ৩,৩৪০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি।

হুয়েই সম্প্রতি হুয়েই জি৯ প্লাস রিভিউ
 হুয়েই জি৯ প্লাস রিভিউ


ক্যামেরার কথা বলতে গেলে ফোনটিতে আছে ১৬ মেগাপিক্সেল সেন্সরযুক্ত প্রধান ক্যামেরা যা দিয়ে ৪ কে ভিডিও ধারণ করা যাবে। পেছনভাগে যুক্ত এ ক্যামেরায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লাগানো আছে। ফোনটির সামনের ক্যামেরাটিতে আছে ৮ মেগাপিক্সেল সেন্সর। জি৯ প্লাসের ওজন ১৬০ গ্রাম ও এর পুরুত্ব ৭.৩ মিমি। এতে অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে ইএমইউআই সংস্করণ ৪.১ এর অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো।
চীনা এই কোম্পানি গতমাসে হুয়েই মাইম্যাং ৫ নামে যে ফোনটি বাজারে এনেছে তার সাথে এই হুয়েই জি৯ এর অনেক বেশি সাদৃশ্য আছে।


হুয়েই জি৯ প্লাস আনুষ্ঠানিক ভাবে চীনে অবমুক্ত হয়েছে। দুটি সংস্করণের মধ্যে ৩জিবি র‌্যামের ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৬০ ডলার। তবে ৪ র‌্যামের সংস্করণটির দাম এখন জানানো হয়নি। ফোনটির জন্যে ক্রেতারা চাইলে এখনই রেজিস্ট্রেশণ করতে পারেন যদিও আগামী ২৫ আগষ্ট থেকে ফোনটি বাজারে আসবে।


Comments

Popular posts from this blog

চিরতরে মুখের ব্রণের সমস্যা সমাধানের উপায়

William Shakespeare short biography

যৌন মিলন কিভাবে করতে হয় বিস্তারিত